Home সারাদেশ কেন্দ্রে প্রবেশের অপরাধে ত্রিশালে কাউন্সিলর প্রার্থী আটক

কেন্দ্রে প্রবেশের অপরাধে ত্রিশালে কাউন্সিলর প্রার্থী আটক

by Shohag Ferdaus
আটক

ময়মনসিংহের ত্রিশালে মো. উসমান গনি কুসুস নামে এক কাউন্সিলর প্রার্থীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটক মো. উসমান গনি কুদ্দুস ত্রিশাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ডালিম প্রতীক নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন।

১৪ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টার দিকে ত্রিশাল পৌরসভার দুখুমিয়া বিদ্যানিকেতন কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েছিল ওই কাউন্সিলর প্রার্থী। আর তাই তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, আটকের পর মুচলেকা রেখে কাউন্সিলর প্রার্থী মো. উসমান গনি কুসুসকে ছেড়ে দেয়া হবে।

ত্রিশাল পৌরসভায় ব্যালটের মাধ্যমে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারজন, কাউন্সিলর পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ২৩০ জন ও নারী ১৩ হাজার পাঁচশত ৯২ জন। নির্বাচনে ১৪টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোটগ্রহণ চলছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like