Home জাতীয় ভাইরাল হওয়া ‘কাকলি ফার্নিচারে’র পেছনের গল্প

ভাইরাল হওয়া ‘কাকলি ফার্নিচারে’র পেছনের গল্প

by Shohag Ferdaus
গল্প

বাংলাদেশের একটি আঞ্চলিক বিজ্ঞাপন সম্প্রতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাকলি ফার্নিচার নামের একটি কোম্পানির ‘দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার’ ট্যাগ লাইনের বিজ্ঞাপনটি নিয়ে নেটিজেনদের মাতামাতি। বিজ্ঞাপনের মান নিয়েই হাস্যরস করছে নেটিজেনরা। আর এবার সেই বিজ্ঞাপনটি নিয়ে মাতামাতি হচ্ছে ওপার বাংলায়।

ভাইরাল হওয়া ভিডিওটি গাজীপুর মাওনা চৌরাস্তার একটি ফার্নিচার দোকানের। ভিডিওতে দেখা যাচ্ছে, দুটো শিশু মেয়ে মুখে মাস্ক পড়ে লাফাচ্ছে আর বলছে, ‘দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার’। মেয়ে দুটো কখনো খাটের উপর লাফাচ্ছে আবার কখনো রকিং চেয়ারে বসে দুলতে দুলতে একই কথা বলছে।

বিজ্ঞাপনের ভিডিও ভাইরাল হওয়ায় এর মালিক এস এম সোহলে রানা বেশ খুশি। এখন তার দোকেন দূর দূরান্ত থেকে লোকজন যাচ্ছে। অনেকে সখের বশে আবার অনেকে পণ্য কিনতে অন্য জেলা থেকেও আসছেন বলে জানান সোহেল রানা।

কাকলি ফার্নিচারের কর্নধার জানান, দাম কম রেখে ভালো মানের ফার্নিচার দিয়ে এটি ব্রান্ড হিসেবে দাঁড় করাতে চান তিন। আর বিজ্ঞাপনে যে মেয়ে দুটি কাজ করেছে তারা তারই মেয়ে।

সোহেল রানা বলেন, কাকতালীয়ভাবে ভিডিওটি ভাইরাল হয়েছে। তবে নেগেটিভ-পজেটিভ যে যেভাবেই করুক আমি সবার কাছে কৃতজ্ঞ।

বিজ্ঞাপনটির মান নিয়ে নেটিজেনরা প্রশ্ন তোলায় কয়েকদিনের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। বাংলাদেশের এই আঞ্চলিক বিজ্ঞাপনটি নিয়ে এখন পশ্চিমবঙ্গের নেটিজেনরাও হাস্যকর মিম বানাচ্ছে। এমনকি ভারতের সংবাদ মাধ্যমে সংবাদ করা হয়েছে এ নিয়ে। বেশকিছু সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, পশ্চিমবঙ্গে করোনার থেকেও দ্রুত সময়ে ছড়িয়ে পড়েছে ‘কাকলী ফার্নিচার’ নামক বিজ্ঞাপনটি।

কলকাতার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও ওই বিজ্ঞাপন নিয়ে মজার ছলে একটি ভিডিও ক্লিপ বানিয়েছেন। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি নিজের বোনকে সঙ্গে করে বিভিন্ন ফার্নিচারে বসে বিজ্ঞাপনের সেই কথা বলছেন, ‘দামে কম মানে ভালো, কাকলী ফার্নিচার’।

ভয়েস টিভি/এসএফ

You may also like