Home সারাদেশ কুয়াশায় ‘মুখ’ লুকালো কাঞ্চনজঙ্ঘা

কুয়াশায় ‘মুখ’ লুকালো কাঞ্চনজঙ্ঘা

by Shohag Ferdaus
কাঞ্চনজঙ্ঘা

পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা, বাড়ছে শীত। আর এই শীতকে পাল্লা দিয়ে উত্তরের হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশায় ঢাকা পড়ছে জেলার বিভিন্ন এলাকা।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। ৬ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। ৫ নভেম্বর বৃহস্পতিবার তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আজ তা আবার বাড়ে।

কুয়াশায় আকাশ পরিষ্কার না থাকায় আগামী ৭ দিনেও পঞ্চগড় থেকে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত (২৯, ৩০ ও ৩১ অক্টোবর) টানা ৩ দিন আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও রোববার (১ নভেম্বর) থেকে দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা।

ভয়েস টিভি/এসএফ

You may also like