Home সারাদেশ ট্রেনে কাটা পড়ে ঘুম থেকে চিরঘুমে তিন জেলে

ট্রেনে কাটা পড়ে ঘুম থেকে চিরঘুমে তিন জেলে

by Shohag Ferdaus
প্রতিবন্ধীর

হাওরে সারারাত মাছ ধরা শেষে একটু বিশ্রামের আশায় ভোরে রেললাইনের ওপর ঘুমিয়েছিলেন তিন জেলে। ঘুমন্ত অবস্থায়ই তাদের ওপর দিয়ে চলে যায় ঘাতক ট্রেন। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

১৮ অক্টোবর রোববার ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার স্বল্পদশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে স্বপন মিয়া (২২) ও রিপন মিয়া (২৬) এবং একই গ্রামের কোরবান আলীর ছেলে মুখলেছ মিয়া (২৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর হাওর এক্সপ্রেসটি মোহনগঞ্জ যাচ্ছিল। বারহাট্টার স্বল্পদশাল এলাকায় রেললাইনে ঘুমিয়ে থাকা তিনজনের ওপর দিয়ে ওই ট্রেনটি চলে যায়। এতে কাটা পড়ে মারা যান তারা।

তিনি আরও জানান, মরদেহগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like