Home সারাদেশ নোয়াখালীতে কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

নোয়াখালীতে কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

by Shohag Ferdaus
বিক্ষোভ

নোয়াখালীর মাইজদীতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

১৭ ফেব্রুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মাইজদীর বড় মসজিদ মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাদের মির্জার ইসলাম বিদ্বেষী ও অশালীন বক্তব্য প্রত্যাহার, আলেমদের সম্পর্কে মিথ্যা বক্তব্য ও মামলা প্রত্যাহারের দাবিতে এবং মাদরাসা বন্ধের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম।

হেফাজতের জেলা আমির শিব্বির আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আরও বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা ছিদ্দিক আহমদ নোমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা কবির আহমদ, মাওলানা রুহুল আমিন চৌধুরী।

গত ১০ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জে বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদরাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে বক্তা মুফতি ইউনুছ ও ইমরান হোসেন রাজুকে আটক করে পুলিশে সোপর্দ করেন আবদুল কাদের মির্জা। পরে তারা জামিনে মুক্ত হন।

ভয়েস টিভি/এসএফ

You may also like