Home সারাদেশ সাতক্ষীরায় কান ধরে ছাত্রীদের উত্যক্ত না করার প্রতিজ্ঞা

সাতক্ষীরায় কান ধরে ছাত্রীদের উত্যক্ত না করার প্রতিজ্ঞা

by Newsroom

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলের সামনে দুজন উত্যক্তকারীকে কান ধরে উঠবস করিয়েছে স্থানীয়রা। ৯ নভেম্বর সোমবার সকালে ব্রহ্মরাজপুর বাজারে বটতলায় এ ঘটনা ঘটে।

তারা হলো, ধুলিহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিয়ন ওরফে জয় (২২) ও বড়খামার গ্রামের কবিরুল ইসলামের ছেলে সুজন (১৮)।

স্থানীয়রা জানান, স্কুলের সামনে বটতলায় দাঁড়িয়ে দোকানে প্রশ্নপত্র ফটোকপি করতে আসা ছাত্রীদের সঙ্গে অশোভন আচরন ও নানান বাচনভঙ্গি করছিল দুই যুবক। ঘটনাটি দেখে সকলে প্রতিবাদ করে। পরে কান ধরে উঠবস করানো হয় এবং ছাত্রীদের উত্যক্ত না করার জন্যে প্রতিজ্ঞা করানো হয়।

কয়েক শিক্ষার্থী জানান, স্কুলের সামনের দোকানগুলোতে বিভিন্ন এলাকার বখাটেরা ভিড় জমায়। তাদের অত্যাচারে ছাত্রীরা অতিষ্ট। বিভিন্ন প্রয়োজনে দোকান বা বাড়িতে যাতায়াতের সময় প্রতিবন্ধিকতা সৃষ্টি করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এম আর মিঠু জানান, বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্ন দিয়ে ফটোকপি করতে বলা হচ্ছে। সেগুলো ফটোকপি করতে আসা ছাত্রীদের উত্যক্ত করছিল দুই বখাটে।

পরে বাজারে উপস্থিত থাকা স্থানীয় লোকজন এমন কাজ ভবিষ্যতে না করার শর্তে তাদের কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেয়। তারা ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে প্রতিজ্ঞা করে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like