Home সারাদেশ কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

by Newsroom
কাপ্তাই হ্রদে

রাঙামাটি: তিনমাস বন্ধ থাকার পর অবশেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু করেছে জেলেরা। এতে আবারো প্রাণ ফিরে এসেছে জেলেপল্লী ও ব্যবসায়ীদের মাঝে। তবে, করোনাকালে মাছের ন্যায্য দাম নিয়ে চিন্তিত তারা। সঠিক দাম পেলেই লাভ হবে বলে আশা করছে তারা।

জানা গেছে, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছ, অবমুক্ত করা পোনা ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতে প্রতি বছরের ১মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয়া হয়। আর প্রতি বছর আগস্ট থেকে শুরু হয় নতুন মৌসুম। এ মৌসুম চলে পরের বছরের এপ্রিল পর্যন্ত। তবে এ বছর কাপ্তাই হ্রদে পানি কম থাকায় জেলেরা মাছ আহরণ শুরু করে ১১ আগস্ট থেকে।

তাই এখন ব্যস্ত সময় কাটছে রাঙামাটির পুরান-নতুন জালিয়াপাড়া, ইসলামপুর, শরিয়তপুর, সাঁওতাল পাড়ার মানুষদের। মাছ ধরায় ৩ মাস নিষেধাজ্ঞার পাশাপাশি করোনায় এখানকার জেলেরা পুরোপুরি কর্মহীন হয়ে যায়। কোনোমতে, তাদের দিন পার করতে হয়েছে। তাই মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারে জেলে ও ব্যবসায়ীদের মাঝে ফিরেছে প্রাণচঞ্চল।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন-রাঙামাটির ব্যবস্থাপক লে: কমান্ডার তৌহিদুল ইসলাম ভয়েস টিভিকে জানায়, গেল বছর কাপ্তাই হ্রদ থেকে ১২,৬৯৫.৮২ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

এদিকে, করোনাকালে মাছের প্রত্যাশিত দাম নিয়ে শংকিত রাঙামাটির ব্যবসায়ীরা। চলতি বছর মাছের উৎপাদন বেশি ও সঠিক দাম পেলে বাড়তি লাভের আশা করছে জেলে ও মাছ ব্যবসায়ীরা।

ভয়েস টিভি/টিআর

You may also like