Home বিশ্ব কাবুলে বোমা হামলায় পুলিশ প্রধানসহ নিহত ২

কাবুলে বোমা হামলায় পুলিশ প্রধানসহ নিহত ২

by Newsroom

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলায় জেলা পুলিশ প্রধান ও তার দেহরক্ষী নিহত হয়েছেন। ১০ ফেব্রুয়ারি বুধবার এ হামলায় আরও তিনজন আহত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার বা শনাক্ত করতে পারেনি পুলিশ। খবর এসিবি নিউজের।

এসিবি নিউজ জানায়, ডিস্ট্রিক্ট ফাইভ এলাকাটি কাবুল থেকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে যাতায়াতের প্রধান কেন্দ্র। সেখানেই বুধবার কাবুলের ডিস্ট্রিক্ট ফাইভের পুলিশ প্রধান মোহাম্মাদ জাদি কোচাইয়ের গাড়িতে বোমা হামলা হয়। এতে তিনিসহ তার দেহরক্ষী নিহত হন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, এ হামলার পরই অভিজাত এলাকায় আন্তর্জাতিক সেরেনা হোটেলের কাছে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। তবে সেখানে কেউ হতাহত হননি। এছাড়া ওইদিন শহরটিতে মোট চারটি বোমার বিস্ফোরণ হয়। সবমিলে আরও তিনজন আহত হয়েছেন বলেও জানানো হয়।

দুই দশক ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে। কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে। বিশেষ করে বোমা হামলার ঘটনা।

ভয়েস টিভি/এমএইচ

You may also like