Home সারাদেশ ময়মনসিংহে কুকুরের কামড়ে ৩৯ জন আহত

ময়মনসিংহে কুকুরের কামড়ে ৩৯ জন আহত

by Shohag Ferdaus
কুকুর

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৩৯ জন আহত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়েছেন ২৬ জন।

৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলবাড়িয়ায় কুকুরের কামড়ে ৩৯ জন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ বলেন, আহতদের মধ্যে ২৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, যাদের ভ্যাকসিন কিনে দেয়ার সামর্থ্য আছে তারা বাইরে থেকে কিনে আনার পর দেয়া হচ্ছে। যাদের সামর্থ্য নেই, তাদের ময়মনসিংহ সুর্যকান্ত (এসকে) হাসপাতালে রেফার্ড করা হচ্ছে।

স্থানীয়রা বলেন, উপজেলার চাঁদপুর, কৈয়ারচালা, বিদ্যানন্দ ও কালাদহসহ বিভিন্ন গ্রামে গিয়ে একটি কুকুর (পাগলা) এসব নারী-শিশুসহ পথচারীকে কামড়ে আহত করেছে বলে জানা গেছে।

জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. আ. হালিম জানান, কালাদহ গ্রামের আ. রশীদের তিন বছরের মেয়ে উর্মী বাড়ির উঠানে খেলছিল। কুকুরটি ওই শিশুকে কামড় দেয়। শিশুটির মা ছাড়াতে গেলে তাকেও কামড় দেয়। একইদিন ওই গ্রামের বিল্লাল হোসেন, মীম, মারুফ ও দুলালসহ ছয়জনকে কুকুরটি কামড়িয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like