Home জাতীয় কাজুবাদাম কারখানা উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

কাজুবাদাম কারখানা উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

by Newsroom

নীলফামারীতে দেশের দ্বিতীয় কাজুবাদাম প্রক্রিয়াকরণ কারখানার উদ্বোধন করা হয়েছে। ৪ অক্টোবর রোববার দুপুরে সদর উপজেলার চিনিরকুটি এলাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জ্যাকপট ক্যাসু নাটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-২ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, কৃষি এখন আধুনিক এবং বাণিজ্যিকে রুপান্তরিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুরদর্শিতা ও প্রজ্ঞার কারণেই এ সফলতা এসেছে। এক সময় নীলফামারী, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম মঙ্গা এলাকা হিসেবে পরিচিত ছিল। আশ্বিন কার্তিক মাসে কাজের অভাব থাকতো, মানুষ না খেয়ে থাকতো। এখন আর আগের মত অভাব নেই। কর্মসংস্থান হয়েছে, মানুষ পেটপুরে খেতে পারছে।

মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা করবে জানিয়ে তিনি বলেন, পাহাড়ি কাজু বাদাম প্রক্রিয়াকরণের মাধ্যমে আমরা রফতানি করছি। মৌলভীবাজার ও পাহাড়ী এলাকার সাড়ে সাত লাখ হেক্টর পতিত জমিতে বাদাম উৎপাদন করা হবে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কৃষির মানোন্নয়ন হবে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আসাদুজ্জামান প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য দেন, কৃষি মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল মুয়িদ, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার ফয়জুল সিদ্দিকী, ডেইলি অবজারভারের প্রধান প্রতিবেদক মহসিনুল করিম লেবু প্রমুখ। এতে স্বাগত ব্ক্তব্য দেন  ব্যবস্থাপনা পরিচালক ইবনুল আরিফুজ্জামান।

পরে মন্ত্রীর হয়ে জ্যাকপট ক্যাসু নাটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড-২ এর ফলোক উন্মোচন করেন কৃষি মন্ত্রনালয়ের মহাপরিচালক আব্দুল মুয়িদ।

 

ভয়েস টিভি/এমএইচ

You may also like