Home জাতীয় ১৫ আগস্ট যেন আরেকটি রক্তাক্ত কারবালা: প্রধানমন্ত্রী

১৫ আগস্ট যেন আরেকটি রক্তাক্ত কারবালা: প্রধানমন্ত্রী

by Newsroom
কারবালা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারবালায় যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছিল তেমনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল। ১৫ আগস্ট যেন আরেকটি রক্তাক্ত কারবালা।

৩০ আগস্ট রোববার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘গণভবন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, কারবালায় যেভাবে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছিল তেমনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে যেন সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল। কারবালার হত্যাকাণ্ডেও নারী শিশুদের হত্যা করা হয়নি কিন্তু ১৫ আগস্ট নারী শিশুরাও রক্ষা পায়নি।

ইতিহাসের কালো অধ্যায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিদেশে থাকায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। ওইদিনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কি দুর্ভাগ্য আমাদের, আমাদের দু’টি বোনের। মাত্র ১৫ দিন আগে আমরা বিদেশে চলে যাই। তখন তো ভাবতেও পারিনি, এই রকমভাবে এই বাংলাদেশের মানুষ- এমন একজন মানুষকে হত্যা করলো, যে তাদের পরিচয় দিয়ে গেল, একটা দেশ দিয়ে গেল।

বঙ্গবন্ধুকন্যা বলেন, ১৫ আগস্টে যে শুধুমাত্র একটা পরিবারকে হত্যা, তা নয়। এর মধ্য দিয়ে আমাদের দেশের ইতিহাস মুছে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। বাংলাদেশ সৃষ্টিতে যার অবদান, ভাষা আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর যে অবদান তা মুছে দেওয়া হয়েছিল।

ভয়েস টিভি/টিআর

You may also like