Home সারাদেশ গোপালগঞ্জে কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

গোপালগঞ্জে কারাতে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

by Newsroom

গোপালগঞ্জে জেলা ভিত্তিক কারাতে প্রশিক্ষণ ক্যাম্প ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান এবং ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবির কম্পিউটার চুরির ঘটনায় যুবলীগ নেতা বহিষ্কার

এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কারাতে ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।

ভয়েস টিভি/এমএইচ

You may also like