Home ভিডিও সংবাদ নওগাঁয় ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

নওগাঁয় ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

by Newsroom
কারাম উৎসব

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার নাটশাল গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী ওঁরাও, মুন্ডা ও সাঁওতাল সম্প্রদায়ের লোকজন ‘ডালপূজাকে’ কেন্দ্র করে আদিবাসীদের ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক ও ফসলমুখী পূজা কারাম উৎসব উদযাপন করেছেন।

কারাম একটি গাছের নাম। যাকে আমরা খিল কদম নামে চিনে থাকি। আদিবাসীদের মতে পবিত্র গাছটি তাঁদের মঙ্গলের প্রতীক। বেলুন ও ফেস্টুন উড়িয়ে বুধবার বিকেলে মেলার উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

এরপর নওগাঁর বিভিন্ন উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও রাজশাহী থেকে আসা ক্ষুদ্র জাতিসত্তা সম্প্রদায়ের সাংস্কৃতিক সংগঠনগুলো মেলায় অংশ নেয়।

করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত পরিসরে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। পূর্বে ৩০ থেকে ৪০টি দল এক সাথে নাটশাল মাঠে নাচ-গান পরিবেশ করলেও এবার ২০টি দল নাচ-গান পরিবেশন করে। নাচে-গানে ও ঢোল-মাদলের আওয়াজে মাতোয়ারা হয় নাটশাল মাঠ।

ভয়েস টিভি/টিআর

You may also like