Home সারাদেশ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই স্বর্ণের কারিগর নিহত

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই স্বর্ণের কারিগর নিহত

by Shohag Ferdaus
ঈশ্বরদীতে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ঋশিল্পী এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই স্বর্ণের কারিগর নিহত হয়েছেন। ১৬ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক স্বর্ণ কারিগর।

নিহতরা হলেন, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে স্বর্ণ কারিগর তাপস মল্লিক (২৪) এবং পাইকগাছা থানার রাড়ুলী কাটিপাড়া গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ (২৩)। আহত হয়েছেন উৎপল সেনের ছেলে সুব্রত সেন।

স্থানীয়রা জানান, তিনজনে একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে বাড়ির উদ্দেশে ফিরছিলেন। তারা সাতক্ষীরা শহরের অর্পন জুয়েলার্সের স্বর্ণের কারিগর হিসেবে কাজ করতেন। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ঋশিল্পী এলাকায় তারা পৌঁছালে বিপরীত দিক পাটকেলঘাটা থেকে সাতক্ষীরাগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাপস মল্লিক ও মিলন দেবনাথ নিহত হন। আহত সুব্রত সেনকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল পরে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপটিকে আটক করা সম্ভব হয়নি। আহতকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জেনেছি।

ভয়েস টিভি/এসএফ

You may also like