Home বিশ্ব কাশ্মিরে তাজিয়া মিছিলে গুলি, আহত ৪০

কাশ্মিরে তাজিয়া মিছিলে গুলি, আহত ৪০

by Shohag Ferdaus
কাশ্মিরে

ভারত শাসিত কাশ্মিরে পবিত্র আশুরার মিছিলে ছররা গুলি ও টিয়ার গ্যাস ছুড়েছে সরকারি নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাতে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বিতর্কিত এই হিমালয় অঞ্চলের ৯৭ শতাংশ বাসিন্দা মুসলিম। বিতর্কিত এই অঞ্চলটিতে এক সময় স্বায়ত্তশাসন থাকলেও গত বছর ভারতের মোদী সরকার এটিকে কেন্দ্র শাসিত অঞ্চলে রূপান্তর করেন।

জাফর আলী নামের এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, কাশ্মীরের শ্রীনগরের উপকণ্ঠে বেমিনা এলাকায় শুরু হয় আশুরার মিছিল। সেখানে অনেক সরকারি বাহিনীর উপস্থিতি দেখা যায়।

কাশ্মিরে প্রত্যক্ষদর্শীরা বলেন, জনসমাবেশ ভেঙে দিতে নিরাপত্তা বাহিনী ছররা গুলি ও টিয়ার গ্যাস ছোঁড়ে। পুলিশ বলছে, করোনাভাইরাসের বিস্তার রোধে সব ধরনের ধর্মীয় মিছিল বা পদযাত্রার বিধিনিষেধ লঙ্ঘন করেছে শোকাহতরা।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী অন্তত ৪০ জন আহত হয়েছেন। শ্রীনগরের একটি হাসপাতালের চিকিৎসাকর্মীরা এএফপিকে জানান, তারা অন্তত ৩০ জনকে চিকিৎসা দিয়েছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like