Home বিনোদন এবার দেব-রুক্মিণীর ‘কিশমিশ’

এবার দেব-রুক্মিণীর ‘কিশমিশ’

by Shohag Ferdaus
দেব

দেব আবার স্বমহিমায়। এক দিকে, সকাল থেকে সন্ধে ভোটের প্রচার চালাচ্ছেন। অন্য দিকে চলছে ‘পাখির চোখ’ সিনেমার শুটিং। ৪ জুন মুক্তি পাচ্ছে ‘টনিক’। যেখানে ‘টনিক’ চরিত্রে দেখা যাবে এ সাংসদ তারকাকে। মুক্তির অপেক্ষায় দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘হবু চন্দ্র রাজা, গবু চন্দ্র মন্ত্রী’ চলচ্চিত্রটিও।

এরই মধ্যে ৩১ মার্চ বুধবার এ প্রযোজক-অভিনেতা ঘোষণা দিলেন সব ঠিক থাকলে চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘কিশমিশ’ চলচ্চিত্র।

রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আরও এক বার জুটি বাঁধছেন দেব-রুক্মিণী মৈত্র। কিশমিশ চলচ্চিত্রটি এ জুটির ষষ্ঠ ছবি।

এদিন আরও বড় খবর ফাঁস করেছেন সাংসদ তারকা দেব। আগামী দিনে প্রযোজনায় জুটি বাঁধতে চলেছেন বেঙ্গল টকিজের অতনু রায়চৌধুরীর সঙ্গে। কথাবার্তা যদিও প্রাথমিক স্তরে। তবে সব কিছু চূড়ান্ত হলে সেই ছবিতে আরও একবার পর্দা ভাগ করবেন রাজনৈতিক ভাবে দুই মেরুর দুই অভিনেতা মিঠুন চক্রবর্তী-দেব। নতুন ছবি পরিচালনা করবেন ‘টনিক’-এর পরিচালক অভিজিৎ সেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like