Home সারাদেশ কিশোরগঞ্জে চলন্ত সিএনজিতে আগুন, মা-মেয়ে আহত

কিশোরগঞ্জে চলন্ত সিএনজিতে আগুন, মা-মেয়ে আহত

by Newsroom

কিশোরগঞ্জে একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার যাত্রী অটোরিকশার যাত্রী লতিফা (৪৫) ও তার মেয়ে লিমা (২০) আহত হন।

২৯ নভেম্বর রোববার দুপুর ১২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়।

আহত লতিফা কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার প্রবাসী সাঈদুর রহমানের স্ত্রী এবং লিমা তাদের মেয়ে।

স্থানীয়রা জানায়, লতিফা অসুস্থ থাকায় তাকে নিয়ে দুই মেয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে কটিয়াদী থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। হাসপাতালের সামনে পৌঁছার পর হঠাৎ অটোরিকশায় আগুন লেগে যায়। ঘটনাস্থল থেকে চালক অটোরিকশা ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলেও তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়রা। সিলিন্ডারের লিক থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস।

আহত যাত্রী লিমা জানিয়েছেন, সিএনজিতে থাকা পরিবারের চার সদস্যের মধ্যে  মা লতিফা ও তার পা পুড়ে গেছে। অন্য দুজনের তেমন কোনো ক্ষতি হয়নি। তবে তাদের সঙ্গে থাকা কাগজপত্র এবং নগদ ১৫ হাজার টাকা পুড়ে গেছে।

আরও পড়ুন : সৈয়দপুরে আগুনে আটটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত‌্যতা নিশ্চিত করেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like