Home অপরাধ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : ৩ কিশোরের ৭ দিনের রিমান্ডের আবেদন

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ : ৩ কিশোরের ৭ দিনের রিমান্ডের আবেদন

by Amir Shohel

আশুলিয়ার ভাদাইলে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ কিশোরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ। সন্দেহভাজন আটক রাকিব হোসেন নামে এক জনের সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মামলার এজাহারভুক্ত আসামি সাহরুফ, ডায়মন্ড আলামিন ও জাকিরকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, আশুলিয়ার ভাদাইলে এক কিশোরী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ধর্ষিতার বড় বোন বাদী হয়ে আশুলিয়া থানায় বুধবার রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়। এছাড়া ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।

গত ৩০ আগস্ট আশুলিয়ার ভাদাইল গুলিয়ারচক এলাকায় বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। একমাস পর ধর্ষণের ভিডিও ফাঁস হলে পুলিশ ধর্ষিতাকে হেফাজতে নিয়ে বুধবার চারজনকে আটক করে।

ভয়েসটিভি/এএস

You may also like