Home সারাদেশ ফুলগাজীতে পা ফসকে কিশোরের মৃত্যু

ফুলগাজীতে পা ফসকে কিশোরের মৃত্যু

by Newsroom

ফেনীর ফুলগাজীতে পা ফসকে পড়ে নুর হোসেন ওরফে মন্তুু (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত ১৩ অক্টোবর নৌকা থেকে মাথায় করে সিমেন্টের বস্তা ওঠাতে গিয়ে পা পিছলে পড়ে গুরুতর আহত হন। পরে ১৮ অক্টোবর রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর সকালে ওই কিশোর রাজমিস্ত্রী কাজ করার সময় নদী থেকে সিমেন্টের বস্তা মাথায় করে ওঠার সময় পা ফসকে নৌকা থেকে পড়ে যায়। এতে গাড়ে ব্যথা পেয়ে গুরুতর আহত হন।

পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ সদস্য মনির আহম্মদ তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, নিহত কিশোর উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মান্দারপুর গ্রামের এনামুল হকের ছেলে। রোববার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like