Home সারাদেশ কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন সিএমপি কমিশনার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন সিএমপি কমিশনার

by Newsroom

চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে চলে আসা কিশোর গ্যাংয়ের সকল ধরনের তৎপরতা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

৩১ অক্টোবর শনিবার দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ার কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। তাই তাদের সকল ধরনের তৎপরতা নিয়ন্ত্রণ করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এ সহযোগিতা হতে হবে কমপ্লিমেন্টারি। আমরা পরস্পর পরস্পরকে তথ্য দিয়ে সহযোগিতা করলেই এটির সম্মানজনক সমাধান সম্ভব।

সিএমপি কমিশনার বলেন, আমরা চাই সামাজিক অনুশাসনের সেই দিনটি ফিরে আসুক যেখানে বাড়ির ছেলেমেয়েরা অহেতুক আড্ডার নামে বাইরে থাকবে না। সবাই বাবা-মায়ের নজরদারিতে থাকবে। অভিভাবকদের মনে সন্তানদের জন্য অস্থিরতা থাকবেনা।

চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এসএম মোস্তাক আহমদ খান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-কমিশনার (সদর) আমির জাফর, উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন এমন ব্যক্তিদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে পুরস্কৃত করা হয়।

ভয়েস টিভি/টিআর

You may also like