কুকুর ও বিড়ালে সম্পর্ক যে মধুর নয়, এটা সবারই জানা। কিন্তু ব্যতিক্রম দৃশ্য দেখা গেছে ভারতের পশ্চিমবঙ্গের মেদেনীপুরের একটি বাজারে।
মাতৃহীন এক বিড়ালছানাকে পরম আদরে কাছে টেনে নিয়েছে পথের এক কুকুর। ক্ষুধার্থ ওই বিড়ালছানা নিয়মিত বুকের দুধ পান করিয়ে ক্ষুধা নিবারণ করে যাচ্ছে কুকুরটি। এই দৃশ্যটি কেউ একজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলে। সেই নিয়মকে বুঝতে-বুঝতেই এগিয়ে চলে মানব সভ্যতা। তবে প্রকৃতির নিয়ম বোঝা অনেক সময়ই মানুষের ক্ষমতার বাইরে চলে যায়। তেমনই এক ঘটনা এই বিড়ালছানাকে কুকুরের লালন করা।
ভিডিওতে দেখা গেছে, মেদেনীপুরের মোহনপুরের বড়াই বাজারে একটি বিড়ালছানাকে দুধ পান করাচ্ছে একটি কুকুর। এই দৃশ্য দেখে খুশিতে ফেটে পড়ছেন এলাকার মানুষজন।
বড়াই এলাকার বাসিন্দা স্বপন নন্দী বলেন, বড়াই বাজারে ওই বিড়ালছানাটি থাকে। ছানাটির মা বেশ কিছুদিন আগে মারা গেছে। তারপর থেকে আমরা খেয়াল করছি, একটি মা-কুকুর বিড়ালছানাটিকে নিজের বাচ্চার মতো করে লালন-পালন করছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত তাকে তিন থেকে চারবার দুধপানও করাচ্ছে কুকুরটি।
আরও পড়ুন : বাংলাদেশের পরম বন্ধু প্রণব মুখোপাধ্যায় আর নেই
ভয়েস টিভি/এমএইচ