Home সারাদেশ কুতুপালং ক্যাম্পের গহীন পাহাড়ে অস্ত্রের কারখানা, ৩ রোহিঙ্গা আটক

কুতুপালং ক্যাম্পের গহীন পাহাড়ে অস্ত্রের কারখানা, ৩ রোহিঙ্গা আটক

by Mesbah Mukul

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা সন্ধান পেয়েছে র‍্যাব-১৫। সেখানে অভিযান চালিয়ে ১০ টি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ র‌্যাব তিনজনকে আটক করেছে।

সোমবার ০৮ নভেম্বর ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ ক্যাম্পের গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯) ও হাবিব উল্লাহ (৩২) এবং জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়েরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ দিন ধরে একটি চক্র এ কারখানায় করে অস্ত্র তৈরি আসছিল। এখান থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হয়। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কারখানাটি শনাক্ত করা হয়। কারখানাটিতে আজ ভোরে অভিযান প্রেরণ করা হলে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এভাবে চার ঘণ্টার বেশি সময় গুলি বিনিময়ের পর কারখানাটি নিয়ন্ত্রণে আনা হয়।’

অস্ত্র কারখানাটি থেকে পাঁচটি পিস্তল, পাঁচটি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসময় কয়েকজন পালিয়ে যেতে গেলেও র‌্যাব সদস্যরা তিনজনকে আটক করে বলে জানান কর্নেল খায়রুল।

তিনি আরও জানান, ক্যাম্প গুলোতে সন্ত্রাসীদের তৎপরতা ঠেকাতে কাজ করছে র‍্যাবের সদস্যরা। আটকদের পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

ভয়েসটিভি/এমএম

You may also like