ফরিদপুরের ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ২৪ আগস্ট সোমবার সকালে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাওলি গঙ্গাধরদী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাদ্দাম মাতুব্বর ও সালাম মাতুব্বর নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- ওই গ্রামের গিয়াস মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর (২৫) ও রাকিব মাতুব্বর (২০)।
নিহতদের চাচা ও আওয়ামী লীগ নেতা বারি মাতুব্বর জানান, ২৩ আগস্ট রোববার সন্ধ্যায় বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান রাকিব মাতুব্বর। ওই সময় পাশের বাড়ির সাদ্দাম মাতুব্বর ও তার ছেলে কামাল, সালাম, আবজাল ও জামাল মিলে রাকিবের জাল ফেলে দেন। এ ঘটনায় রাতেই এলাকার মাতুব্বর মোতালেব মীমাংসার দায়িত্ব নেন। পরে সোমবার সকালে পর্যন্ত মোতালেব মাতুব্বর মীমাংসা না করায় সাদ্দাম মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গিয়াস মাতুব্বরের বাড়িতে হামলা চালান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই রাকিব মাতুব্বর ও তার বড় ভাই শামীম মাতুব্বরকে সাদ্দাম মাতুব্বরের ছেলেরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই দুই ভাই মারা যান।
নিহতদের বাবা গিয়াস মাতুব্বর বলেন, সাধারণ মাছ ধরাকে কেন্দ্র করে ওরা আমার তরতাজা দুই ছেলেকে আমারই সামনে কুপিয়ে হত্যা করেছে। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি আমি যেন আমার দুই ছেলে হত্যার বিচার পাই।
ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সাদ্দাম মাতুব্বর ও সালাম মাতুব্বর নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ভয়েস টিভি/এসএফ