Home সারাদেশ কুপিয়ে বাবার ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করল ছেলে

কুপিয়ে বাবার ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করল ছেলে

by Shohag Ferdaus
নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে মাদকাসক্ত ছেলে তার বাব‌া‌কে কোদাল দিয়ে কুপিয়ে হত‌্যা ক‌রে‌ছে। ১৭ অ‌ক্টোবর শ‌নিবার রা‌তে উপজেলার হেংগারচালা গ্রামের ছো‌মেদ আলীকে (৫০) তারই ছে‌লে হাসমত আলী কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে।

এ ঘটনায় ছে‌লেকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। প‌রে তার মা বাদী হ‌য়ে থানায় ছে‌লের বিরু‌দ্ধে হত‌্যা মামলা দা‌য়ের ক‌রে‌ছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর হেংগারচালা গ্রামের ছোমেদ আলীর ছেলে হাসমত আলী মাদক সেবনের কারণে সম্প্রতি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এ কারণে তার বাবা-মা তাকে ঘরের বারান্দার একটি কক্ষে শিকল দিয়ে বেঁধে রাখতেন।

শনিবার রাত ৮টার দি‌কে শিকলে বাঁধা খুঁটি তুলে ফেলে হাসমত। এরপরই ঘরে ঢুকে তার বাবা‌কে লা‌ঠি‌পেটা করতে থাকে। প‌রে ঘরে থাকা কোদাল দি‌য়ে কুপিয়ে বাবার ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। এসময় তার মা ছে‌লে‌কে বাঁধা দিলে তাকেও পিটিয়ে আহত করে।

এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে ছে‌লের বিরু‌দ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। রোববার মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে। এছাড়া ঘাতক ছে‌লে‌কে কোর্ট হাজ‌তে পাঠা‌নো হয়েছে।

আরও পড়ুন: ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

ভয়েস টিভি/এসএফ

You may also like