Home বিশ্ব এক কুমড়ার ওজন ১৭ জন পূর্ণবয়স্ক মানুষের সমান

এক কুমড়ার ওজন ১৭ জন পূর্ণবয়স্ক মানুষের সমান

by Mesbah Mukul

প্রতিনিয়তই কোন না কোন মানুষ বা বস্তু গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাচ্ছে। এবার এই রেকর্ডসে নাম উঠেছে এক বিরাট বড় কুমড়ার। এই কুমড়াটির ওজন এক-দু’জন নয় বরং সাড়ে সতেরো জন পূর্ণবয়স্ক মানুষের ওজনের সমান।

ইতালির তাসক্যানির বাসিন্দা স্তেফানো কাতরুপি নামে এক কৃষকের জমিতে ফলেছে এই এক টনেরও বেশি ওজনের কুমড়াটি। তার ফলানো কুমড়াটির প্রকৃত ওজন ১ হাজার ২২৬ কেজি।

কী করে স্তেফানো করলেন এমন অসাধ্য সাধন, এমন প্রশ্ন ঘুরছে সবার মনে। স্তেফোনার কথায়, ‘এর কোনো গোপন মন্ত্র নেই। যখন কুমড়াটিকে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এমনিতে অত বড় কুমড়ার ওজন তো আগে থেকে আন্দাজ করা যায় না, যতক্ষণ না ওজন করে দেখা হচ্ছে। তবে কুমড়াটাকে স্পর্শ করেই আমি বুঝতে পেরেছিলাম নির্ঘাত বিশ্বরেকর্ড হতে চলেছে। আমি একেবারে নিশ্চিত ছিলাম।’

তবে স্তেফানো এই ধরনের কীর্তি আগেও গড়েছেন। ২০০৮ সাল থেকেই এই ধরনের অতিকায় ফল, সবজি ফলাতে শুরু করেন ওই কৃষক। গত সেপ্টেম্বরে ইতালির এক কুমড়ো উৎসবে সেটি প্রদর্শিত হয়। তখনই সেটি নজর কেড়েছিল সকলের। সেই সময়ই মনে করা হয়েছিল, বড় রেকর্ড গড়তে পারে এই অতিকায় কুমড়ো।

ভয়েসটিভি/এমএম

You may also like