Home সারাদেশ কুলিয়ারচর পৌরসভায় লড়াই হবে মহসিন-মিল্লাতের

কুলিয়ারচর পৌরসভায় লড়াই হবে মহসিন-মিল্লাতের

by Shohag Ferdaus
কুলিয়ারচর

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ ও বিএনপি। ১৮ ডিসেম্বর শুক্রবার রাতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা বোর্ডের এক সভায় দেশের ৬১ পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়ন দেয়া হয়। এতে কুলিয়ারচর পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ হাসান সারওয়ার মহসিনকে মনোনয়ন দিয়েছে দলটি।

এর আগে শুক্রবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫৫ পৌরসভায় দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। এতে কুলিয়ারচর পৌরসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র নূরুল মিল্লাতের নাম ঘোষণা করে দলটি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় দফায় কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর ও কুলিয়ারচর পৌরসভাসহ ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

মনোনয়নপত্র বাছাই হবে ২২ ডিসেম্বর এবং ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়। ৬১টি পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট নেয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকি ৩২টিতে ভোট হবে ব্যালটে।

ভয়েস টিভি/এসএফ

You may also like