Home সারাদেশ কুষ্টিয়ার ডিসি আসলাম হোসেন করোনা আক্রান্ত

কুষ্টিয়ার ডিসি আসলাম হোসেন করোনা আক্রান্ত

by Newsroom

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঠান্ডা জ্বর অনুভব করলে শনিবার সকালে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বিকেলে জানতে পারেন তার করোনা পজেটিভ। কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জেলা প্রশাসকের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত জানান, করোনা পজেটিভ হলেও জেলা প্রশাসক সুস্থ এবং হোমকোয়ারেন্টিনে আছেন। কুষ্টিয়ায় করোনা সংক্রমণের পর থেকেই জেলা প্রশাসক মো. আসলাম হোসেন অসহায় মানুষের পাশে ছিলেন। শুক্রবার ছুটির দিনেও তিনি অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত আরো জানান, জেলা প্রশাসক করোনা আক্রান্ত হওয়ার পর যারা সার্বক্ষণিক তাঁর পাশে কাজ করেছেন তারাও করোনা পজেটিভ কিনা তা নিশ্চিত হতে রোববার তাদের নমুনা নেয়া হবে। তবে এর আগে জেলা প্রশাসনের সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন।

উল্লেখ্য, শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে জেলার ৬৮টি নমুনা পরীক্ষায় জেলা প্রশাসক সহ ৭ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত কুষ্টিয়ায় মোট ১১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

You may also like