5
কুষ্টিয়ায় করোনা পরীক্ষার নমুনা না নিয়েই ভুয়া করোনা নেগেটিভ সনদ বিক্রির অভিযোগে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ একটি দল। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলোজিস্ট মাহফুজুর রহমানকে ভুয়া করোনা সনদসহ আটক করা হয়।
পুলিশ জানায়, করোনা পরীক্ষার জন্য নমুনা না নিয়েই নেগেটিভ রেজাল্ট দিচ্ছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন সময়ে কুষ্টিয়া পিসিআর ল্যাবের তথ্য সমম্বিত ফরমেট ব্যবহার করে ভুয়া করোনার সনদ দিয়ে আসছিলো মাহফুজুর রহমান।
ভয়েস টিভি/ডিএইচ