কুষ্টিয়া প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার থেকে কুষ্টিয়া ও ভেড়ামারা পৌর এলাকায় কঠোর লকডাউন শুরু হয়েছে। বুধবার দুপুরে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, ২৫ জুন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লকডাউন ঘোষিত এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য মুদি, কাচামাল, ওষুধ, মোবাইল ব্যাংকিং, মোবাইল রিচার্জ, পশুখাদ্য, মৎস্য খাদ্য, সার-বীজ, কীটনাশকের দোকান
ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বিকেল চারটার মধ্যেই বন্ধ করতে হবে।
এদিকে, কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে একজন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। তারা হলেন, কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ার বাসিন্দা আকবর
আলী (৬৫) ও বারখাদা ত্রিমোহনী এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম (৫০)।
কুষ্টিয়ায়এ পর্যন্ত ৬ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৬১ জন।