Home সারাদেশ কুড়িগ্রামসহ ২১ জেলার রেকর্ড রুম উদ্বোধন

কুড়িগ্রামসহ ২১ জেলার রেকর্ড রুম উদ্বোধন

by Newsroom
কুড়িগ্রামসহ

কুড়িগ্রামসহ দেশের মোট ২১ জেলায় ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন করা হয়েছে। ২৩ ডিসেম্বর বুধবার বিকেলে ভূমি মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এসব জেলার রেকর্ড রুমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী এবং কুড়িগ্রাম প্রান্তে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা জানান, কুড়িগ্রামে ইতোমধ্যে অনলাইনে মোট নয় লাখ ৩৬ হাজার ৫৭৪টি খতিয়ান অন্তর্ভুক্ত করা হয়েছে। অনলাইনে আবেদন পাওয়া গেছে ৮ হাজার ৯৬৫টি। বিতরণ করা হয়েছে ৬ হাজার ১৫৪টি।

তিনি বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে রেকর্ডরুম শাখার কার্যক্রম পরিচালনায় গ্রহিতাদের সেবা প্রদানে দীর্ঘসূত্রিতা লেগেছিল। ডিজিটাল রেকর্ডরুম চালু হলে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পাবেন গ্রহীতারা।

আরও পড়ুন : আজও তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

ভয়েস টিভি/এমএইচ

You may also like