Home সারাদেশ কুড়িগ্রামে দুই হাজার নারীকে স্বাস্থ্য উপকরণ প্রদান

কুড়িগ্রামে দুই হাজার নারীকে স্বাস্থ্য উপকরণ প্রদান

by Newsroom

কুড়িগ্রামে দুই হাজার দরিদ্র, প্রতিবন্ধী, গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়েছে। ২৮ নভেম্বর শনিবার সকালে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ও সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এএফএডি এর নির্বাহী পরিচালক সাইদা ইয়াসমিন, বেসরকারি সংগঠন নারীর নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, ঘোগাদহ ইউপি মেম্বার আব্দুল আউয়াল প্রমুখ।

আরও পড়ুন : আগাম জামিন চেয়েছেন পাপুলের স্ত্রী-শ্যালিকা-মেয়ে

এসময় ইউএনএফপিএ এর আর্থিক সহযোগিতায় একশন এইডের মাধ্যমে প্রতিজনকে ঢাকনাসহ বালতি, শাড়ী, গামছা, সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৫ ধরণের উপকরণ বিতরণ করা হয়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like