Home সারাদেশ কুড়িগ্রামে ভুরুঙ্গামারীতে চেয়ারম্যানের দুর্নীতি !

কুড়িগ্রামে ভুরুঙ্গামারীতে চেয়ারম্যানের দুর্নীতি !

by Newsroom

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের চেয়ারম্যানের দুর্নীতি আর আধিপত্যের কারণে সরকারি সহায়তা সাধারণ মানুষের কাছে না পৌঁছানোর অভিযোগ উঠেছে। তারা বলছে, প্রধানমন্ত্রীর দেয়া নগদ অর্থ সহায়তার তালিকাও করা হয় মনগড়া। এসব অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে কাউন্সিলরা। ওই চেয়ারম্যানের দুর্নীতি তদন্ত ও অপসারণের দাবি কাউন্সিলরদের।

স্থানীয়রা বলছেন, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে দরিদ্র ও অসহায় পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়ার তালিকায় ওই চেয়ারম্যান ব্যক্তিগত পছন্দের লোকদের নাম দিয়েছেন। এতে বাদ পড়েছে প্রকৃত দরিদ্র ও অসহায়রা। ওই তালিকায় কয়েকজন জনপ্রতিনিধি,তাদের স্ত্রী-সন্তানসহ স্বজনদের মোবাইল ফোন নম্বর ও একাধিক নাম ব্যবহার করা হয়েছে।

এছাড়া এই উপজেলায় বরাদ্দ দেয়া হয় ভিজিডির ৩ হাজার ৫৬১ মেট্রিক টন চাল। হিসেব অনুযায়ী, এই চাল জন প্রতি ৩০ কেজি করে পাওয়া কথা থাকলেও অনেক ওয়ার্ডে না পাওয়ার অভিযোগও উঠেছে।

করোনাকালে মানবিক সাহায্যের সবকিছুই ওই চেয়ারম্যান পছন্দের লোকদের মাঝে বিতরণ করায় স্থানীয় ১২ মেম্বার লিখিত অভিযোগ দেন প্রশাসনের কাছে। নগদ অর্থ সাহায্য তালিকা নিয়ে মৌখিক অভিযোগ জানালে সমন্বয়ের আশ্বাস দিয়েছেন ইউএনও। আর এই ত্রুটির কথা স্বীকার করে ইউএনও’র ওপরই দোষ চাপালেন অভিযুক্ত চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু।

করোনার মহামারীতে সরকারের ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন ত্রাণ সহায়তা যেন প্রতিটি অসহায় মানুষের কাছে পৌঁছায় শিগগির সে ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।

রিপোর্ট: মমিনুল ইসলাম বাবু
এডিট: সাজিয়া আক্তার

You may also like