Home পশ্চিমবঙ্গ কুড়িগ্রামে সীমান্ত দিয়ে পাগল আসছে ভারত থেকে !

কুড়িগ্রামে সীমান্ত দিয়ে পাগল আসছে ভারত থেকে !

by Newsroom

কুড়িগ্রাম প্রতিনিধি: গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসে বিপর্যস্ত ঠিক তখন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের বিরুদ্ধে অভিযোগ ঊঠেছে সীমান্ত দিয়ে পাগল পার করে দেবার। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বিভিন্ন সীমান্ত দিয়ে এসব পাগল পিটিয়ে পার করে দেয়া হচ্ছে বলে জানান সীমান্তবাসীরা।

এ জেলার তিন দিকে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালায় রাজ্যের কাঁটাতার রয়েছে প্রায় ৩শ কিলোমিটার। তাই ৯টি উপজেলার মধ্যে ৭টি উপজেলাতেই রয়েছে ভারতের সীমান্ত। কাঁটাতার দিয়ে মাদকসহ চোরাচালানের অভিযোগ অনেক দিনের পুরানো হলেও এবার নতুন অভিযোগ, সীমান্ত দিয়ে পাগলদের এপারে পাঠিয়ে দিচ্ছে।

ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে বিএসএফ দু-একজন করে পাগলকে কাঁটাতারের গেট বা কালভার্টের নিচ দিয়ে লাঠিপেটা করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে।

ভারতীয় পাগলদের বেশির ভাগের জট বাঁধা চুল ও আচরণে ভিন্নতা রয়েছে। প্রায়ই তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে তদন্ত করে সত্যতা পেলেও সরকারের নজরে আনার আশ্বাস দেন জেলা প্রশাসক। এসব পাগলের কারণে করোনাসহ বিভিন্ন নতুন রোগের আক্রান্ত হবার আশংকা করছে স্থানীয়রা।

You may also like