Home সারাদেশ কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানছে না গ্রামগঞ্জের সাধারন মানুষ

কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানছে না গ্রামগঞ্জের সাধারন মানুষ

by Newsroom

কুড়িগ্রাম প্রতিনিধি: সরকারের ঘোষিত স্বাস্থ্যবিধি মানছে না কুড়িগ্রামের গ্রামগঞ্জের সাধারন মানুষ। অন্যদিন সাধারন দিনের মতই তারা চলাফেরা করছে। হাটবাজার বা পথ চলায় কোনো সামাজিক দুরত্বও মানছে না। এতে ছড়িয়ে পড়তে পারে করোনা মরনঘাতি ভাইরাস। তাই উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন সচেতন মহল।

কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকার হাট-বাজারে সকাল-বিকেল এমনকি রাতেও মানুষের উপচে পড়া ভীড়। কেউ মানছে সা সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি আর সামাজিক দুরত্ব। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাপ্তাহিক হাটবাজার বন্ধ ঘোষণা করা হলেও অনেক গ্রামেই তা মানা হচ্ছে না। এতে আতঙ্ক বেড়েছে সচেতন মানুষদের।

এদিকে গেলো দুই মাসে ঢাকা থেকে গ্রামে ফিরেছে হাজারো মানুষ। তাদের ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হলেও কেউই তা মানছে না। শুধু বড়রা নয়, ছোটরাও থেমে নেই। দল বেধে তারা মাঠে খেলাধুলা করছে।

গ্রাম পুলিশের অভিযোগ, সাধারন মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করতে গেলে লাঞ্চনার স্বীকার হতে হচ্ছে। এদিকে জেলা প্রশাসকের দাবি, জনসমাগম বন্ধে সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে যৌথ মোবাইল টিমের অভিযান অব্যাহত রয়েছে।

You may also like