Home সারাদেশ কুড়িগ্রামে ২৩ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

কুড়িগ্রামে ২৩ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

by Amir Shohel

কুড়িগ্রামে ২৩ বোতল ফেন্সিডিলসহ বিউটি বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

১২ জানুয়ারি মঙ্গলবার রাতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ওই মহিলাকে আটক করা হয়।

আটক বিউটি বেগমের স্বামী হাতকাটা উজ্বল নামে পরিচিত। আসামি বিউটি বেগম কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ীর শিবরাম এলাকার বাসিন্দা।

আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে কুড়িগ্রাম সদর থানায় মামলা করা হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে জেলাবাসীকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ভয়েসটিভি/এএস

You may also like