Home সারাদেশ কুড়িগ্রামে বনায়নে সম্পৃক্তদের মাঝে চেক বিতরণ

কুড়িগ্রামে বনায়নে সম্পৃক্তদের মাঝে চেক বিতরণ

by Newsroom
কুড়িগ্রামে

কুড়িগ্রামে সামাজিক বনায়নের আওতায় সম্পৃক্ত উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসন স্বপ্নকুড়ি রিসোর্স সেন্টারে এসব চেক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ইকবাল হুমাইন খান, কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাট রেল স্ট্রিপ লাইনে চার কিলোমিটার লটের বিক্রিত লভ্যাংশের ১০ লাখ ৩ হাজার ৬২৭ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৩জন উপকারভোগীকে ৯ লক্ষ ১৯ হাজার ৯৯২ টাকা ও কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদকে ৮৩ হাজার ৬৩৫ টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন : ভোলা সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান

ভয়েস টিভি/এমএইচ

You may also like