Home সারাদেশ কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

by Newsroom
মুদি দোকানি

কুড়িগ্রামে স্ত্রী পিংকী খাতুন শিল্পীকে বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে স্বামী রাসেল বাবুকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মান্নান এই রায় দেন। তবে আসামি রাসেল পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালে জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন হাতেম আলীর কন্যা পিংকী খাতুনের সাথে পার্শবর্তী বাঁশজানি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোলায়মান আলীর বিবাহ হয়। বিয়ের তিন মাসের মধ্যেই তাদের বিচ্ছেদ হয়ে যায়।

এর কিছুদিন পর পরিবারকে না জানিয়ে পিংকী খাতুন নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজার সংলগ্ন সাইফুর রহমানের পূত্র রাসেল বাবুর সঙ্গে বিবাহ করেন। এর দেড় বছর পর যৌতুকের দাবিতে তার উপর শারীরিক নির্যাতন চালায় রাসেল বাবু। এক পর্যায়ে ছয় মাসের গর্ভবতী পিংকী খাতুন বাবার বাড়ীতে ফিরে আসে।

তাকে বাড়িতে ফিরিয়ে নিতে তার স্বামী চাপ দেয়। কিন্তু তিনি রাজি না হওয়ায় বাড়ির লোকজনের অনুপস্থিতে গত ২০১১ সালের ২৭ মে দুপুরের দিকে তার মুখে গামছা বেঁধে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে মরদেহ ঘরের ভিতর ঝুলিয়ে রেখে পালিয়ে যায় রাসেল বাবু। শুনানী শেষে আদালত আসামির অনুপস্থিতে মৃত্যুদণ্ড দেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাড. এসএম আব্রাহাম লিংকন জানান, আসামি রাসেল বাবু হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক ছিল। তার অনুপস্থিতিতে দীর্ঘ শুনানী শেষে এই রায় প্রদান করা হল। এই রায়ে আমরা সন্তষ্ট।

ভয়েস টিভি/এমএইচ

You may also like