Home সারাদেশ কুড়িগ্রাম পৌরসভায় আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নেই

কুড়িগ্রাম পৌরসভায় আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নেই

by Newsroom

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম পৌরসভায় নেই আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান বা ডাম্পিং জোন। একারণে প্রতিদিন শহরের ধরলা পাড়ের সড়কের প্রবেশ মুখে খোলা জায়গায় ফেলা হচ্ছে ৮ থেকে ১০ টন আবর্জনা। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে পৌরবাসী। পৌর কর্তৃপক্ষ বলছে, জমি সংকট থাকায় বাধ্য হয়ে রাস্তার পাশে আবর্জনা ফেলা হচ্ছে।

২৭ বর্গ কিলোমিটার আয়তনের কুড়িগ্রাম পৌরসভার মোট জনসংখ্যা ২ লাখ ৫০ হাজার। এ পৌরসভায় নেই কোনো ময়লা-আবর্জনা ফেলার স্থান। তাই প্রতিদিন আবর্জনা ফেলা হচ্ছে কুড়িগ্রাম ধরলা সেতুর চৌরাস্তায় দুপাশের খোলা জায়গায়। এতে ময়লার দুর্গন্ধে অস্বাস্থ্যকর হয়ে উঠছে পরিবেশ। এতে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশংকা স্থানীয়দের।

এদিকে, কুড়িগ্রাম পৌরসভা মেয়র বলছেন, খাস জমি না থাকাতে ডাম্পিং জোন তৈরি হয়নি। তবে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
শিগগির আবর্জনা ফেলার জন্য আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলা হোক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

এডিট: সায়িকা সাম্মা।

You may also like