Home সারাদেশ কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়

কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়

by Shohag Ferdaus
পঞ্চগড়

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলেছে শীতের তীব্রতা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা। অন্যান্য জেলার তুলনায় এ জেলায় প্রতিবার শীত আসে একটু ভিন্নভাবে। প্রতিদিন তাপমাত্রা ওঠানামা করায় কখনো হালকা আবার কখনো বেশি শীত অনুভূত হয়। তবে দুপুরের পর থেকে আবহাওয়া একটু উষ্ণ থাকলেও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকে হাড় কাঁপুনি শীত।

১৩ ডিসেম্বর রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সকাল থেকে সূর্যের দেখা না গেলেও বেলা সাড়ে ১১টা নাগাদ রোদের আভা দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সাহ্ জানান, ১২ ডিসেম্বর ১৪ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলেও ১৩ ডিসেম্বর দশমিক ৩ কমে ১৪ ডিগ্রি নেমেছে।

এদিকে গ্রাম অঞ্চলের প্রকৃত গরিব ও শীতার্ত সাধারণ খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। শীত থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীতে গরম কাপড়ের ফুটপাতের দোকানে ভিড় বেড়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like