Home প্রবাসী আটকে পড়া কুয়েত প্রবাসীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত

আটকে পড়া কুয়েত প্রবাসীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত

by Shohag Ferdaus
কুয়েত

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের বিষয়ে দেশটি দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

৫ অক্টোবর স্থানীয় সময় সোমবার সকালে কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রবাসী ও সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। এসময় প্রবাসী গণমাধ্যমকর্মীদের কাছে সফরের উদ্দেশ্য তুলে ধরেন মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‌‌‘ছুটিতে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের বিষয়ে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি এ বিষয়ে দুদিন পর সভা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন।’

সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পরিচালক (এফএমও) এমদাদুল হক চৌধুরী, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান ও ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসেরসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন: কুয়েতে বিশেষ বার্তা পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

ভয়েস টিভি/এসএফ

You may also like