করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের বিষয়ে দেশটি দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
৫ অক্টোবর স্থানীয় সময় সোমবার সকালে কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রবাসী ও সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। এসময় প্রবাসী গণমাধ্যমকর্মীদের কাছে সফরের উদ্দেশ্য তুলে ধরেন মন্ত্রী।
এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘ছুটিতে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের বিষয়ে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি এ বিষয়ে দুদিন পর সভা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন।’
সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পরিচালক (এফএমও) এমদাদুল হক চৌধুরী, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান ও ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসেরসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুন: কুয়েতে বিশেষ বার্তা পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
ভয়েস টিভি/এসএফ