Home বিনোদন ‘কৃষকদের মা’কে অবমাননার দায়ে কঙ্গনাকে আইনি নোটিশ

‘কৃষকদের মা’কে অবমাননার দায়ে কঙ্গনাকে আইনি নোটিশ

by Shohag Ferdaus
কঙ্গনাকে আইনি নোটিশ

পঞ্জাবি তারকাদের পর কঙ্গনা রানাউতের বিরুদ্ধে সরব দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি। ইতোমধ্যেই এই বলিউড অভিনেত্রীকে তার বিতর্কিত টুইটের জন্য আইনি নোটিশ পাঠিয়েছে তারা। দাবি, ‘কৃষকদের মা’ হিসেবে পরিচিত ‘শাহিনবাগ দাদি’কে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন কঙ্গনা। এ জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাকে। এক জন প্রবীণকে এ ভাবে হেয় করার অধিকার তার নেই।

অভিনেত্রীর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিয়ে কমিটির যুক্তি, কঙ্গনা যদি তার বাংলো ভাঙা নিয়ে মুম্বাই করপোরেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সমর্থন চাইতে পারেন তাহলে ভারতের কৃষকদেরও অধিকার আছে নয়া কৃষি বিল নিয়ে সংবিধান মেনে শান্তিপূর্ণ আন্দোলন করার। সেই প্রতিবাদকে এবং ভারতের কৃষকদের কঙ্গনা এ ভাবে অবমাননা করতে পারেন না।

গত ২৭ সেপ্টেম্বর ভারতে নয়া কৃষি আইন পাশ হওয়ার পরেই আইন বাতিলের দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু হয়েছে। পঞ্জাব ও হরিয়ানার কৃষকদের স্লোগানে এখন দেশটির রাজধানীর চরিদিকে। কৃষি আইনের বিরুদ্ধে ভারতজুড়ে পথে নেমেছেন কৃষকেরা।

তখনই এই প্রতিবাদকে ‘দেশদ্রোহিতা’ বলে দাগিয়ে দেন কঙ্গনা। শুধু এটুকুই নয়। সাম্প্রতিক টুইটে অভিনেত্রী আক্রমণ করতে ছাড়েননি শাহিনবাগ খ্যাত ৮২ বছরের বিলকিসকেও।

টুইটে কঙ্গনা লেখেন, ‘লজ্জা…কৃষকের নামে যে যার আখের গোছাচ্ছে। আশা করি, দেশদ্রোহীরা যাতে সুযোগ নিতে না পারে, সে দিকে খেয়াল রাখবে আমাদের সরকার। তার ফলে শাহিনবাগের মতো আরও একটা হিংসার সূত্রপাত ঘটবে না আশা করি। রক্তলোভীদের দল ও টুকরে গ্যাংকে তাদের স্বার্থসিদ্ধি করার থেকে আটকানো উচিত।’

ভয়েস টিভি/এসএফ

You may also like