5
জামালপুরে চাঞ্চল্যকর কৃষক মমিন হত্যা মামলায় এক জনের ফাঁসি এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ জুলফিকার আলী খান এ রায় দেন।
২০০৭ সালে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে জেলা সদরের হাজিপুরের কুমারগাতি এলাকায় কৃষক মোঃ মমিনকে তারই চাচা আনসার আলী প্রমানিক, শাহীন, সাইদুলসহ আরো কয়েকজন সন্ত্রাসী মাথায় আঘাত করে হত্যা করে।এ ঘটনায় মমিনের বাবা রইছউদ্দিন বাদী হয়ে মামলা করে্।পরে দীর্ঘ তের বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে আনসার আলী প্রমানিককে ফাঁসি ও ৩০ হাজার টাকা জরিমানা করে জেলা ও দায়রা জজ আদালত।
এছাড়া বাকি ৫ আসামীকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা করে জরিমানা প্রদানের নির্দেশ দেয়া হয়।তবে এ মামলার রায়ে সাজাপ্রাপ্ত সব আসামী পলাতক রয়েছে।
ভয়েস টিভি/ডিএইচ