Home জাতীয় টিকা নেয়ার পর ভালোই আছি: কৃষিমন্ত্রী

টিকা নেয়ার পর ভালোই আছি: কৃষিমন্ত্রী

by Shohag Ferdaus
ব্যবসায়ীদের

টিকা নেয়ার পর কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, করোনাভাইরাস মহামারী সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এর বিরূপ প্রভাব বাংলাদেশসহ সারা বিশ্বেই পড়েছে। করোনাভাইরাসের টিকা এই মহামারীর বিরুদ্ধে মানবজাতির একটা বড় অর্জন। এই অর্জন বিজ্ঞান-প্রযুক্তি ব্যবহার করে হয়েছে। আমি টিকা নেয়ার পর ভালোই আছি।

৭ ফেব্রুয়ারি রোববার দেশে গণ টিকাদান শুরুর দিন শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে টিকা নেন কৃষিমন্ত্রী। টিকা নেয়ার পর তিনি এসব কথা বলেন।

আবদুর রাজ্জাক আরও বলেন, টিকা নিয়ে যারা গুজব ছড়াচ্ছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা করছে। পুরো বিশ্ব টিকা নিচ্ছে, কিছু না কিছু উপকারিতা তো আছেই।

এদিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান সেখানে টিকা নেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like