Home জাতীয় কেন্দ্রে ১০ জনের কম গ্রহীতা হলে টিকা নয়

কেন্দ্রে ১০ জনের কম গ্রহীতা হলে টিকা নয়

by Amir Shohel
দ্বিতীয় ডোজ

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, করোনা টিকার প্রতিটি ভায়ালের ১০ ডোজ টিকা ১০ জনকে দেয়া যায়, সেক্ষেত্রে কোনো কেন্দ্রে ১০ জনের কম উপস্থিত হলে এবং টিকার ভায়াল খুলে ফেললে নষ্ট হতে পারে। তাই কেন্দ্রে ১০ জনের কম গ্রহীতা হলে টিকা প্রদান না করার পরামর্শ দিয়েছেন তিনি।

তবে এখন পর্যন্ত এ ধরনের টিকাদান কেন্দ্রের সংখ্যা ১০ শতাংশেরও কম বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের ডিজি।

৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

৭ ফেব্রুয়ারি রোববার থেকে রাজধানীসহ সারাদেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। গতকাল পর্যন্ত ৭৮ হাজার মানুষ টিকা নিয়েছেন এবং ছয় লাখের বেশি মানুষ টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

ভয়েসটিভি/এএস

You may also like