Home রাজনীতি এমপি পাপুল ও হারুনের পদ কেন শূন্য ঘোষণা হবে না জানতে রুল

এমপি পাপুল ও হারুনের পদ কেন শূন্য ঘোষণা হবে না জানতে রুল

by Shohag Ferdaus

মানবপাচারে জড়িত থাকার অভিযোগে কুয়েতে গ্রেফতার এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল এবং কারাদণ্ডপ্রাপ্ত বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশিদের পদ কেন শূন্য ঘোষণা হবে না তা জানতে চেয়ে পৃথক রুল জারি করেছেন হাইকোর্ট।

লক্ষীপুর-২ আসনের এমপি মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে বিচারের আওতায় এনেছে কুয়েতের পুলিশ। একজন সংসদ সদস্য হয়ে মানবপাচার ও অর্থপাচারের মতো আন্তর্জাতিক অপরাধ ও দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার ঘটনাটি বাংলাদেশের জন্য অসম্মানজনক। এবার তার সংসদ সদস্য পদ নিয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট।

বহুল আলোচিত এই সাংসদ পাপুলকে সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করে তার নির্বাচনী এলাকা লক্ষীপুর-২ আসন কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

সাধারণ শ্রমিক হিসাবে কুয়েত গিয়ে বিশাল সাম্রাজ্য গড়া পাপুল ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে ওই আসনটি আওয়ামী লীগ তাদের জোটসঙ্গী জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল। কিন্তু জাতীয় পার্টির প্রার্থী শেষ মূহূর্তে ভোট থেকে সরে দাঁড়ালে স্থানীয় আওয়ামী লীগ পাপুলের পক্ষে কাজ করেছিলেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদের পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা একটি রিটের শুনানি নিয়ে ১৮ আগস্ট মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

একটি দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত হয়েও হারুন এমপি পদে থাকায় ওই রিট দায়ের করা হয়।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like