Home খেলার খবর বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি করোনায় আক্রান্ত

বাংলাদেশ ফুটবল দলের কোচ জেমি করোনায় আক্রান্ত

by Shohag Ferdaus
জেমি ডে

নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতেছে বাংলাদেশ। ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচ। কিন্তু সে ম্যাচের প্রস্তুতির মধ্যেই দুঃসংবাদ এল বাংলাদেশ জাতীয় ফুটবল দল থেকে। করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে।

ঠান্ডা লেগেছিল বাংলাদেশ কোচের। এরপরপরই তার কোভিড পরীক্ষা করা হয়, রিপোর্ট এসেছে পজিটিভ। আপাতত তিনি আইসোলেশনে অবস্থাতেই আছেন।

জেমি গণমাধ্যমকে বলেছেন তিনি আরেকটি কোভিড পরীক্ষা করাতে চান, ‘আমি মনে করেছিলাম, ঠান্ডা লেগেছে আমার। কিন্তু পরীক্ষা করে দেখা গেল করোনা পজিটিভ। আমার মনে হয় আরেকটি পরীক্ষা করাতে হবে।’

করোনার প্রাদুর্ভাবের পর তিনি নিজ দেশে ফিরে গিয়েছিলেন গত মার্চে। সাত মাস পর তিনি ফিরে এসেছিলেন নেপালের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে। শুক্রবার প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারানো বাংলাদেশ এখন অপেক্ষায় দ্বিতীয় ম্যাচেও জিতে সিরিজটা জিতে নিতে।

এদিকে, আগামী মাসে কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে ফিরতি ম্যাচটি বাংলাদেশ খেলবে দোহায়। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের আগে কোচের করোনা পজিটিভ হওয়া নিশ্চিত করেই চিন্তায় ফেলবে গোটা দলকে।

আরও পড়ুন: কাতার ম্যাচ কঠিন হবে: জেমি ডে

ভয়েস টিভি/এসএফ

You may also like