ছবিতে চরিত্রের খাতিরে তিনি ধূমপান করতে বাধ্য। তাই ‘পুষ্পা রাজ’-এর ঠোঁটে অনুরাগীরা বিড়ি জ্বলতে দেখেছেন। সেই অল্লু অর্জুনই সম্প্রতি পানমশলার একটি বিজ্ঞাপন থেকে নিজেকে সরিয়ে নিলেন! সূত্রের খবর, ছোট্ট একটি বিজ্ঞাপনের জন্য তেলুগু সুপারস্টারকে কয়েক কোটি টাকার অফার দেওয়া হয়েছিল। তবে তা হেলায় ফিরিয়ে দেন তিনি।
সূত্রের খবর, অল্লু তামাক জাতীয় কোনও জিনিস ছোঁন না। অনুরাগীদেরও তিনি অনুরোধ করেন, নেশা না করতে। সেই তিনিই যদি পানমশলার বিজ্ঞাপনে অংশ নেন তাঁকে দেখে এই প্রজন্ম বিপথে যেতে পারে এই ভেবে তিনি ওই কাজ থেকে সরে যান। দ্বিতীয় বার না ভেবে বিজ্ঞাপন বাবদ মোটা অঙ্কের টাকা সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেন।
এই মুহূর্তে দেশের সবচেয়ে দামী এবং নামি তারকাদের একজন অল্লু। ভক্তদের কাছে নিজেকে উদাহরণ হিসেবে তুলে ধরতে গাছ লাগানোর মতো অভ্যেসকে সমর্থন করেন দক্ষিণী তারকা। পাশাপাশি এও জানিয়েছেন, ছবিতে চরিত্রকে বাস্তবসম্মত করতে তিনি অনেক কিছু করতে বাধ্য। কিন্তু পর্দার বাইরে অল্লু এমন কিচ্ছু করবেন না যা সমাজের পক্ষে হানিকারক।
২০২১ সালের ডিসেম্বর মাসে সারা ভারতে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। ছবির গান, সংলাপ এখনও দর্শকদের মুখে মুখে ফেরে। দক্ষিণী সিনেমার ঢেউ সারা ভারতবর্ষেই আছড়ে পড়েছে। পুষ্পা রাজ হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এমনকী মাধ্যমিকের উত্তরপত্রের পাতায় লেখার মতো কিছু না পেয়ে শেষ পর্যন্ত ‘পুষ্পা’ সিনেমার সংলাপই লিখে দেয় এক শিক্ষার্থী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি।
আড়াইশো কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। সাড়ে তিনশো কোটির বেশি ব্যবসা করেছে। ছবির দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করে রয়েছেন দর্শকরা। কিছুদিন আগেই সার্বিয়া থেকে চল্লিশতম জন্মদিন কাটিয়ে ফিরেছেন আল্লু অর্জুন।
শোনা যাচ্ছে, সেখানে যাওয়ার আগেই তামাকজাত পণ্যের এই বিজ্ঞাপনের অফার পান দক্ষিণী তারকা। এক মুহূর্তও না ভেবে না করে দেন তিনি।
ভয়েস টিভি/এসএফ