Home বিশ্ব বিশ্বে করোনায় সুস্থ প্রায় সাড়ে ৭ কোটি ছাড়িয়েছে

বিশ্বে করোনায় সুস্থ প্রায় সাড়ে ৭ কোটি ছাড়িয়েছে

by Newsroom
কোটি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। ভাইরাসটিতে বিশ্বজুড়ে এ পর্যন্ত ১০ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৪৩২ জন মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ লাখ ৯৫৭ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৭৫৮ জন।

২৯ জানুয়ারি শুত্রবার সকাল ৯টা পর্যন্ত আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের দেয়া তথ্যে এ সংখ্যা জানা গেছে।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার ৬০৭ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৭৬৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯০ লাখ ৬০ হাজার ৭৮৬ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২১ হাজার ৬৭৬ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭ লাখ ২০ হাজার ৯৭১ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৪৭ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীন উহান শহর থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ভয়েস টিভি/এমএইচ

You may also like