Home ধর্ম কোণঠাসা হয়ে পড়লে যে দোয়া পড়বেন

কোণঠাসা হয়ে পড়লে যে দোয়া পড়বেন

by Amir Shohel

উচ্চারণ : রব্বি আন্নি মাগলুবুন ফানতাসির।

অর্থ : হে আল্লাহ, আমি তো অসহায়, অতএব তুমি আমাকে সাহায্য করো।

উপকার : হজরত নুহ (আ.) যখন তাঁর উম্মতদের দ্বারা কোণঠাসা হয়ে পড়েছিলেন, তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া করেন। এবং মহান আল্লাহ মহা প্লাবন দিয়ে তাঁকে সাহায্য করেন। তাঁর শত্রুদের নিশ্চিহ্ন করে দেন। (সুরা : কামার, আয়াত : ১০, তাফসিরে তাবারি)

You may also like