‘এমন খুশি কোনো দিন হই নাই। শেখের বেটির এই ঋণ কোনোদিন ভুলব না। পাকা ঘরে নামাজ পড়ে স্বামী-স্ত্রী শেখ সাইব ও তার বেটি শেখ হাসিনার জন্য আল্লাহ কাছে দোয়া করব।’
২৩ জানুয়ারি শনিবার মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগ আপ্লুত লালমনিরহাটের আদিতমারী উপজেলার সুবিধাভোগী বয়োবৃদ্ধ নজরুল ইসলাম এভাবে নিজের অনুভূতি ব্যক্ত করেন।
সুবিধাভোগী সোহাগী বেগম বলেন, জমির অভাবে রাস্তার ধারে একটা টিনের চালা করে ছেলে মেয়েদের নিয়ে কোনো রকম বেঁচে আছি। হঠাৎ শুনতে পাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার জন্য দুই শতক জমিসহ পাকা ঘর করে দিবেন। শুনে প্রথমে বিশ্বাস করি নাই। আজ জমির কাগজ ও ঘরে চাবি পেয়ে স্বপ্নের মতো লাগছে। জীবনে কোনোদিন স্বপ্নেও ভাবি নাই জমিসহ নিজের পাকা বাড়ি হবে।
সারাদেশের মতো লালমনিরহাটেও আনুষ্ঠানিকভাবে ৪৯.৭২ শতাংশ জমির মালিকানাসহ ৯৭৮ পাকা ঘর ভূমিহীন গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়। জেলার ৫টি উপজেলা প্রশাসন পৃথক পৃথক ভাবে এসব হস্তান্তর করেন।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনের সভাপতিত্বে জমির দলিল ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রাশেদুল হক প্রধান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিত্তরঞ্জন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গুলফামুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার, সম্পাদক মাইদুল বাবু।
ভয়েস টিভি/এসএফ